
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়ইজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে তার স্বামী তারাবি নামাজ শেষে বাড়ি ফিরে এ দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থলে সিআইডি ফরেনসিক টিম কাজ করেছে এবং মামলার প্রক্রিয়া চলছে।