
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজ ২৬ মার্চ সকাল ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে নীরবে শ্রদ্ধা জানানোর পর সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। শেষে তাঁরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।