
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ২৮ মার্চ ২০২৫ শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে বাংলাদেশ বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছে। ঢাকা চীনের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বেশি বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা করছে। বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।