
চট্টগ্রামের চকবাজার থানার চন্দনপুরায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার রাতে এই সংঘর্ষে নিহতরা হলেন মো. আব্দুল্লাহ ও প্রাইভেটকার চালক মানিক।
সূত্রে জানা গেছে, ছোট সাজ্জাদ ও সরওয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সরওয়ার গ্রুপ বালুমহাল দেখে ফেরার পথে ছোট সাজ্জাদ গ্রুপ তাদের ধাওয়া করে এবং এক্সরোড চন্দনপুরা এলাকায় এসে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায়। এতে সামনের সিটে থাকা দুজন নিহত হন এবং পেছনের সিটে থাকা দুইজন আহত হন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।