Thursday 3rd April 2025
Thursday 3rd April 2025

মাদারীপুরের শিবচরে দুটি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছে

মাদারীপুরের শিবচরে দুটি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছে
মাদারীপুরের শিবচরে দুটি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছে

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানার নাওডোবা এলাকার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।

নিহত অপর দুই আরোহীর নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকামুখি সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহী হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার স্থানটি শিবচর-জাজিরার সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার এলাকার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।