
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৪ মার্চ ২০২৫) সাভারের বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে অংশ নেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা থাকলেও তার অবস্থা হেলিকপ্টারে ওঠার উপযোগী না হওয়ায় সেখানেই চিকিৎসা চলছে। তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত হয়েছে, এবং কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন।