
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) জাজিরা উপজেলা পরিষদ মাঠে জাজিরা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, জাসাস, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও ওলামা দলের আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি মরহুম কেএম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের সহধর্মিণী এ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ।
এছাড়াও অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এসময় জেলা, উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জাজিরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দবির বেপারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম সোহেল রানা।