Wednesday 2nd April 2025
Wednesday 2nd April 2025

শরীয়তপুরে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় হত্যার অভিযোগ

শরীয়তপুরে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় হত্যার অভিযোগ
শরীয়তপুরে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় হত্যার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রকাশ্যে সিগারেট খাওয়ার প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই যুবকের মারধরের ঘটনায় রোমান হাওলাদার নামে এক জনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত রোমান হাওলাদার (৪২) ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা এলাকার মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

গতকাল (৩০ মার্চ) রবিবার রাত ৮ টার দিকে উপজেলার সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কার্যালয়ের সামনের এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভেদরগঞ্জ থানা পুলিশ মনির হোসেন মোল্লা (২৫), তার ভাই কবির হোসেন মোল্লা (২৩) কে ঘটনা স্থলথেকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত দুজন উপজেলার সখিপুর থানার আরশীনগর ইউনিয়নের মালত কান্দি এলাকার রফিজল মোল্লার ছেলে।

স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে উপজেলার সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল অফিসের সামনের গলিতে দুই যুবক দাড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এসময় রোমান হাওলাদার অপরিচিত দুই যুবকদের পরিচয় জানতে চায়। এখানে কেন প্রকাশ্যে সিগারেট খাচ্ছিলেন এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত দুই যুবক রোমান হাওলাদারকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা।

নিহত রোমান হাওলাদারের মামা শামসুল আলম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। হটাৎ ডাক চিৎকার শুনে গিয়ে দেখি রোমানকে দোকানে শুইয়ে রাখছে। পরে আমি যানতে পারলাম রোমানের সাথে সিগারেট খাওয়া নিয়ে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওরা দুজন রোমানকে মারধর করেছে। পরে আমি তারাতাড়ি ওরে হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তার বললো রোমান মারা গেছে।

সে একজন কম্পিউটার ইন্জিনিয়ার খুব ভালো শিক্ষিত ছেলে। আমি রোমান হত্যার বিচার চাই। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ হাসান সেলিম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।