
সাকিব আল হাসান ফের বিতর্কে জড়িয়েছেন। এবার রমজানে ‘১এক্সবেট’ নামে একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন তার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে, ইফতারের ঠিক আগে। এতে ব্যাপক সমালোচনা শুরু হলেও তিনি কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন। অতীতে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন ও বেটিং পোর্টালের শুভেচ্ছাদূত হওয়ায় বিতর্কে পড়েছিলেন এই তারকা। বর্তমানে বিসিবির চুক্তি না থাকায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিবের এমন বিজ্ঞাপনে আইনি বাধা নেই, তবে বাংলাদেশে জুয়ার প্রচার নিষিদ্ধ।