Wednesday 1st May 2024
Wednesday 1st May 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67
কবিতা

লাল সবুজের গল্প

লাল সবুজের গল্প

লাল সবুজের গল্প

-শেখ মফিজুর রহমান

টকটকে লাল রক্ত
জন্ম দিল এক টুকরো সবুজের-
নাম দিলাম, ‘বাংলাদেশ’।
লাল রক্ত হলো লাল পদ্ম
সবুজ হলো মানুষের মন
শত কষ্টে অভাবেও কন্ঠে আসে গান
মুখে ফোটে হাসি-
ভালোবাসায় সিক্ত হয় বাঙালির হৃদয়।
যার জন্ম হলো রক্ত থেকে,
তাকে কে রুখতে পারে ?
যার জমিন হলো সবুজ,
তাকে কে দাবাতে পারে ?
ভালোবাসাই যার শক্তি
তাকে কে থামাতে পারে ?

লাল সূর্য যখন উঠে আকাশে
ঘুচে যায় অন্ধকার
লাল রক্ত যখন জাগে, থেমে যায় অপশক্তি
লাল রক্ত জেগেছে আজ-
যুগের জগদ্দল পাথর ভেদ করে
সবুজের স্বপ্ন জেগেছে আজ
সকল বাধা ছিন্ন করে।

এই বিজয়, এই স্বাধীনতা
ইয় তো এর থেমে যাওয়া
এর স্বপ্ন যেন পদ্মা, মেঘনা, যমুনা-
বহুপথ পাড়ি দিয়ে মিলবে স্বপ্নের সমুদ্রে

যে সমুদ্র ভ্রাতৃত্বের
যে সমুদ্র ভালোবাসার
যে সমুদ্র মানবিকতার।
রক্ত হতে যে লালের সৃষ্টি
সেই লাল রাঙাবে ভালোবাসার গোলাপ।
সে সবুজের জমিন বুনবে নতুন গল্প-
এই গল্প শুধু এক দেশের নয়
এই গল্প সারা বিশে^র।
এই গল্প শুধু বাঙালির নয়
এই গল্প সকল মানুষের।
লাল আর সবুজের বুননে
রচিবে বিশ্ব ভ্রাতৃত্বের গল্প-
লাল আর সবুজের গল্প।

লেখক: কবি শেখ মফজিুর রহমান,
সিনিয়র জেলা ও দায়রা জজ, শরীয়তপুর।

#

শরীয়তপুরের মাটি ও মানুষের কল্যাণে
“দৈনিক রুদ্রবার্তা”
“সাহিত্য সময়িকী” প্রতি রোবার প্রকাশিত হয়ে থাকে।
এ ছাড়া রায়েছে সাহিত্য সংগঠন, “রুদ্রবার্তা সাহিত্য পরিষদ”
সম্মানিত কবি ও সাহিত্যিক ভাইদের জন্য সব সময় পাশে আছেন
“দৈনিক রুদ্রবার্তা”

ই-মেইল: drudrabarta@gmail.com
#
https://web.facebook.com/rudrabarta.net