
চৈত্র সংক্রান্তির পুণ্যস্নান শুভেচ্ছা।
যাদের জন্ম চৈত্র মাস,
তাঁদের ভাগ্যের কি অবস্থা ।।
কারো পৌষ মাস, কারো চৈত্র মাস
তাপে পুরে খরায়, বৃষ্টির অপেক্ষার মাস।।
টাকা পয়সার অভাবের মাস
কারো কাছে কেউ কিছু চাইলে বলে জানোস না চৈত্র মাস।।
কারো পৌষ মাস কারো সর্বনাশ
কেউ বলে এটাকেই বলে চৈত্র মাস।।
আবার চৈত্র মাস নবমী তিথি রাম নবমী নামেও সুপরিচিত।
শ্রীরামের জন্মোৎসব এ দিন অত্যন্ত আড়ম্বর সহকারে পালিত।।
বছরের শেষ মাস চৈত্রমাস। চৈত্র শেষে শুরু হয় নতুন বছর।
নববর্ষকে সবাগত জানায়
চৈত্রমাসে বাঙালি একাধিক উৎসব।।
মুসলিমদের ধর্মীয় উৎসবগুলো নতুন চাঁদ দেখার ওপর।
জ্যোতির বিজ্ঞান নতুন চাঁদ দেখার উপর থেকেই হিসেব করে।।
চৈত্রে জন্ম শাস্ত্রে এদের জীবন বাধা-বিঘ্ন অবস্থায়।
বাধাবিঘ্ন পেরিয়ে পূর্ণতায় তাদের উপর সকলের বিশ্বাস ও আস্থা।।
শহীদুল ইসলাম পাইলট
তারিখ: 13.04.2024