
শরীয়তপুর ক্রীড়া সংস্থা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে সাইফ পাওয়ার ব্যাটারীর প্রথম বিভাগ ফুটবল লীগ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক সঞ্জীব নাগ।
সাইফ পাওয়ার ব্যাটারীর প্রথম বিভাগ ফুটবল লীগ খেলায় অংশগ্রহণ করে আংগারিয়া এফসি ক্রীড়া সংস্থা ও ভেদরগঞ্জ ক্রীড়া সংস্থা। পুরো খেলায় কোন দল গোল দিতে না পারায় পরে ট্রাইব্রেকারের মাধ্যমে গোল নির্ধারিত করা হয়। এতে আংগারিয়া একাদশের গোল হয় ৪ টি ও ভেদরগঞ্জ ক্রীড়া সংস্থার গোল হয় ৩ টি। এতে বিজয়ী দল ঘোষনা করা হয় আংগারিয়া এফসি ক্রীড়া সংস্থাকে। রানার্সআপ দল হিসেবে ঘোষণা করা হয় ভেদরগঞ্জ ক্রীড়া সংস্থাকে। ম্যান অব দ্যা ম্যাচ দেওয়া হয় আংগারিয়া ক্রীড়া সংস্থা খেলোয়াড় সাইফুলকে, সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার দেওয়া হয় আংগারিয়া এফসি ক্রীড়া সংস্থার খেলোয়াড় সাগরকে, সেরা খেলোয়াড় হিসেবে পুস্কার দেওয়া হয় আংগারিয়া এফসি ক্রীড়া সংস্থার খেলোয়াড় সুমনকে।