শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে জরিমানা করলেন সদর ইউএনও

শরীয়তপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে জরিমানা করলেন সদর ইউএনও

কোভিড-১৯ প্রতিরোধে শরীয়তপুর সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ০৭ জনকে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড জরিমানা আরোপ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ।

মঙ্গলবার ১৮ আগষ্ট সদর উপজেলার পৌরসভার বিভিন্ন স্থানে বিকাল ৫ হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যারের নির্দেশে প্রতিদিনের নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০৭ জনকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় পারস্পরিক দূরত্ব অন্যূন ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত্যেকদিন এ অভিযান অব্যাহত রাখা হবে।


error: Content is protected !!