
শরীয়তপুর সদর উপজেলায় ৩ টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৮মার্চ) ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে শরীয়তপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এবং ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে শরীয়তপুর সদর উপজেলায় ইট ভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় ৩ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর চরসোনামুখী এম, কে, এম, ব্রিকস্ কে ৫০ হাজার টাকা, মনোহর বাজার চরমধ্যপাড়া মেসার্স আর বি এম ব্রিকস্ কে ৫০ হাজার টাকা ও মনোহর বাজার চরমধ্যপাড়া এলআরবি ব্রিকস্ কে ৫০ হাজার টাকা সহ ৩ টি ইট ভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস।
মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।