
শরীয়তপুর জেলার লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ও আসন্ন ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ এপ্রিল শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) স্বপন কুমার সরকার, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজসহ অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ। এছাড়া সম্মানিত সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা জজকোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রমুখ।
সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, আসন্ন ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হবে। শরীয়তপুরেও আমরা উক্ত দিবস উদযাপন করবো। উক্ত দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জন সচেতনতা সৃষ্টি করা। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আসন্ন জাতীয় আইনগত সহায়তা দিবস সুন্দরভাবে উদযাপিত হবে। আপনারা জেলার সর্বস্তরে আইনগত সহায়তা দিবস পালন করুন।
উক্ত সভায় বিগত মাসিক সভার কার্যবিবরণী, অস্বচ্ছল ও সহায় সম্বলহীন বিচারপ্রার্থীর পক্ষে দাখিলকৃত আবেদনে প্যানেল আইনজীবী নিয়োগ অনুমোদন, জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন সহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।