মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

শরীয়তপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

শরীয়তপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমরা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকারকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

“ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” এ শ্লোগানকে ধারন করে বৃহস্পতিবার(০৬ এপ্রিল) সদর উপজেলা সম্মেলন কক্ষে জনসচেতনতার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র-এর সভাপতিত্বে ও ডা. আবু রায়হান-এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ টিএস ডা. আল বিধান মোহাম্মদ ছানাউল্লাহ, সদর উপজেলা কৃষি অফিসার অলি হালদার, পালং মডেল থানা প্রতিনিধি এসআই ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রমূখ। সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের উপর আগামীতে বিভিন্ন অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


error: Content is protected !!