
শরীয়তপুরে আগামী ২৪ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন এবং আইনশৃঙ্খলা রাক্ষার্থে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) দিনব্যাপী শরীয়তপুর পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নেন। নির্বাচন কিভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ন করা যায় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফ করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত সকল পুলিশ অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।