Friday 19th April 2024
Friday 19th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে ক্রেতা সেজে মাস্কের দোকানে অভিযান, মাস্কের দাম বেশি রাখায় জরিমানা

ভেদরগঞ্জে ক্রেতা সেজে মাস্কের দোকানে অভিযান, মাস্কের দাম বেশি রাখায় জরিমানা
ভেদরগঞ্জে ক্রেতা সেজে মাস্কের দোকানে অভিযান, মাস্কের দাম বেশি রাখায় জরিমানা

করোনা ভাইরাস প্রতিরোধে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে মাস্কসহ ভাইরাস প্রতিরোধমূলক সামগ্রীর চাহিদা। এ সুযোগে মাস্কের দাম বাড়িয়ে দিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। অবৈধভাবে মাস্কের দাম বৃদ্ধি প্রতিরোধে ১১ মার্চ বুধবার অভিযান পরিচালিত হয় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ বাজারে। অভিযানে ক্রেতা সেজে মাস্ক কিনতে যান মনিটরিং অভিযানের সদস্যরা। এ সময় ভেদরগঞ্জ বাজারের প্রিন্স ফ্যাশনের বিক্রেতা কাপড়ের তৈরি প্রতিটি মাস্কের দাম চান ১০০ টাকা করে যার পূর্বমূল্য ১০ টাকা। এমতাবস্থায় উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানকে অতিরিক্ত মুল্যে মাস্ক বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজী’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব-শরীয়তপুর এর সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।