
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সকাল ৯ টায় ডামুড্যা থানা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেলের মুহাইমিনুল ইসলাম, এস আই সজল কুমার পাল, এসআই ফারুক আহমেদ, কমিউনিটি পুলিশ ইসলামপুর ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান, কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আবুল হোসেন মোল্লা ও এ এস আই আব্দুর রহমান প্রমুখ। কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় বর্তমান গুজব ছড়ানোর বিষয়ে কান না দেওয়া, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।