
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পুকুরে ডুবে আরোহী (২) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দারুল আমান ইউনিয়নের উত্তর ডামুড্যা গ্রামে এ ঘটনা ঘটে। আরোহী ওই গ্রামের মো. আরিফ হোসেন আকনের মেয়ে।
দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান জানান, পরিবারের অগোচরে শিশু মেয়েটি বাড়ির পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে মা-বাবা সহ স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পুকুরে শিশুটিকে খুজে পান তারা। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৈকত শাহা বলেন, অতিরিক্ত পানি পেটে প্রবেশের কারনে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।