
শরীয়তপুরের ডামুড্যায় খোদা বক্স মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক সরকারি আব্দুর রাজ্জাক কলেজের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও ড্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ ডিসেম্বর বেলা১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে এ শিক্ষাবৃত্তি ও ড্রেস প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলার সরকারী কমিশনার ভূমি সবিতা সরকার, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশিকুজ্জামান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র পাল সহ কলেজের অন্যান্য শিক্ষকগণ।
অনুষ্ঠানে বিশ জন মেধাবী শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে দেওয়া হয় ও ২০ জন শিক্ষার্থীকে ড্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন তোমরা শিক্ষার আলোয় আলোকিত হয়ে এদেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবা সে জন্যই তোমাদেরকে ভালো ভাবে লেখাপড়া করে ভালো রেজাল্টের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির জন্য কাজ করতে হবে।