
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প্য মাল্য অর্পনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচী শুরু হয়।
কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাচ ধারন, কুইজ ও চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ, যুব লোনের চেক হন্তান্তর এবং স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন সহ মন্দির-মসজিদে বিশেষ প্রার্থনার ব্যবস্থা উল্লেখযোগ্য। ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন , ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম , ওসি (তদন্ত) আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার আবু বেপারি, সাধারন সম্পাদক বাচ্ছু মাদবর,সেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হাওলাদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, প্রমূখ উপস্থিত ছিলেন।
পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ডামুড্যা থানা, স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুৎ বিভাগ,ডামুড্যা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহন করেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল ও সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার এর নেতৃত্বে আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প্য মাল্য অর্পন করেন। পরে শোক র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে শোক দিবসের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে জাতির পিতা সহ তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ মোনাজাত এবং তোবারক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।