
গতকাল শনিবার গোসাইরহাট উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রান ব্যবস্থপনা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান অধিদপ্তরের কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশ্রাফুজ্জামান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুস কুদ্দুছ হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ রিপন মিয়া, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক, ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বনাথ নন্দী ও দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ বাবুল আক্তার, প্রমুখ।