Sunday 3rd December 2023
Sunday 3rd December 2023

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে জাটকা পরিবহনের দায়ে দুইজনের জরিমানা

গোসাইরহাটে জাটকা পরিবহনের দায়ে দুইজনের জরিমানা

শরীয়তপুরের গোসাইরহাটে জাটকা পরিবহনের অপরাধে দুই জনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন এ জরিমানা করেন।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন, গোসাইরহাট উপজেলার জুলহাস গাজী (৩৮) ও ইদ্রিস আলী (৪০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হুসাইন জানান, সকালে গোসাইরহাট উপজেলার পট্টি ব্রীজের উপর দিকে ভ্যানে করে জাটকা ইলিশ নিয়ে যাওয়ার সময় জুলহাস ও ইদ্রিসকে আটক করে গোসাইরহাট থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুইজনকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়। এবং উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।