
কেন্দ্রীয় আওয়ামীলীগেরসাংগঠনিকসম্পাদকও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম তার নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) নড়িয়া পৌরসভার আয়োজনে নড়িয়া পৌরসভা অডিটোরিয়াম হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ীসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নড়িয়া-সখিপুরের কৃতি সন্তান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেই বিপুল ভোটে জয় লাভের পাশাপাশি মন্ত্রীপরিষদ সদস্য লাভ করায় তার নির্বাচনী এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
নড়িয়া-সখিপুরের প্রিয় নেতা আপন সন্তান এই মন্ত্রী কে বরণ করার জন্য উদগ্রীব হয়ে আছে এলাকার মানুষ।
সরকারি সফরে উপমন্ত্রী (আজ) রোববার বেলা ১২ টায় নড়িয়া উপজেলায় এসে পৌছবেন। প্রথমেই তিনি উপজেলার নদীভাঙ্গন এলাকায় নির্মিত বেড়ীবাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এরপরে তিনি নড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তাদের সাথে বেড়িবাধ নির্মান ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এরপরে তিনি দুপুরে নড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
বিকেলে সুরেশ্বর ঘাট হয়ে নদী পথে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |