Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের সখিপুরে ভয়াবহ অগ্নিকান্ড

ভেদরগঞ্জের সখিপুরে ভয়াবহ অগ্নিকান্ড
ভেদরগঞ্জের সখিপুরে ভয়াবহ অগ্নিকান্ড

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুর থানা ডিএম খালি ইউনিয়নের চরচান্দা ছুনু ঢালীর দোকানের পাশে খলিল মুন্সির কাঠের সোমেলে রাত ২ টা ১৫ মিনিটে আগুন লাগে। স্থানীয় লোকদের দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কোনো কারন জানা না থাকলেও এলকাবাসীর সন্দেহ কেউ জলন্ত সিগারেট সোমেলে রাখা ভুষিতে ফেলে রাখার কারনেই অগ্নিকান্ডের সূএপাত ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
সোমিল মালিক খলিল মুন্সি বলেন, অগ্নিকান্ডের ফলে তার ব্যাপক হ্মতি হয়েছে এবং মেশিনারি সহ সব পুড়ে যায়।