Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জের তারাবুনিয়ায় বৃদ্ধের জমি দখল চেষ্টার অভিযোগ

ভেদরগঞ্জের তারাবুনিয়ায় বৃদ্ধের জমি দখল চেষ্টার অভিযোগ
ভেদরগঞ্জের তারাবুনিয়ায় বৃদ্ধের জমি দখল চেষ্টার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন উত্তর তারাবুনিয়ায় মৃত: হাজী মুন্তাজ উদ্দিন সরকার এর ছেলে মাহতাবউদ্দিন সরকার (৭৫) নামে এক বৃদ্ধের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ঐ বৃদ্ধ শরীয়তপুর জেলা জজকোর্ট আদালতে রেকর্ড সংশোধনীয় মামলা দায়ের করেন, যার মামলা নং দেঃ ৯৬/২৩(ঘ)।

 

 

এ বিষয়ে বৃদ্ধ মাহতাবউদ্দিন সরকার বলেন, জমিটি দীর্ঘ ৫০ বছর ধরে আমি ভোগ দখলে আছি। আমি এই জমি -১০৬ নং চর তারাবুনিয়া

 

মৌজার,৭১৯ খতিয়ানে দলিল মূলে ১৯/৭/৮০ সালে ক্রয় করি, এবং আমার দখল পজিশনসহ বসত ভিটা বাড়ি রয়েছে। যার দলিল নং-১২০৭ । দাগ নং- ৫,৯৭০/১৭,৫৬০, এক একর ২২ শতাংশ।

 

৫৯৭০/১৭৫৫৩,  দুই একর ৩২. শতাংশ।

 

মোটঃ ৩.৫৪ – তিন.একর চুয়ান্ন শতাংশ জমি।

 

তবে ৫,৯৭০/১৭,৫৬০ দাগে- ১.২২ এক একর ২২ এর  মধ্যে জমির দাবিদার বলে জানান বৃদ্ধ মাহতাবউদ্দিন সরকার।

 

 

বৃদ্ধ আরো বলেন পূর্বের (সিএস) দলিল দিয়ে ২৩/১০/৯১ সালে দলিল করে, সেই দলিল দিয়ে আমাকে চেপে ধরার করার চেষ্টা করতাছে। আমি এই বিয়ে সরকারের কাছে সাহায্য সহযোগিতা ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

 

 

 

দলিল দেখিয়ে বৃদ্ধ বলেন, দলিল নং- ১০২১ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ১০৬ তারাবুনিয়া মৌজার, Rs.৭৬৬/৭৭৯) প্রবাবিত-৭১)খতিয়ানে –  Rs. ১০/২৫  – ১৯/১/২৫ তারিখে ৫২৩ ও ৫২৪ দলিল মূলে তিনি খরিদ করেন। ১৪,১৬০ নং ভুক্ত Cs ১২৯৩/১২৯৪, Rs ৫,৯৭০/৬,০৭৩,  ৫,৯৭৩/১৭,৫৬১যাহা পক্ষাবিত দাগ,. ৯৯ ‘দাগে.৭০। ১০০ দাগে.৯০ । ১০১ দাগে. ৮০ মোট ২.৪০ শতাংশ।

 

এবং যার (B.R.S) উল্লেখ রয়েছে, ১০৪২৪ দাগ রয়েছে,।