
ভেদরগঞ্জে সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন জেলা তথ্য অফিস। সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন এম এ রেজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য আনোয়ার হোসেন, ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রব মিয়া, মুক্তিযোদ্ধা আ. মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুম বালা, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোস্তফা কামাল, নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার, চর সেনসাস ইউপি চেয়ারম্যান জিতু বেপারী, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন দর্জী প্রমূখ।