
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কৃষিবিদ মো: আব্দুল মোতালিব শরীয়তপুর জেলা শাখার জেলা শাখার সভাপতি ও কৃষিবিদ মোক্তার হোসেন ফরাজী সাধারণ সম্পাদক সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি শপথ নেয়ার মধ্যদিয়ে ৩ বছর মেয়াদী নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন।
শনিবার (১৭ নভেম্বর) দুপুর ১ টায় শরীয়তপুর খামারবাড়ি মিলনায়তনে নব গঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিটার্নিং অফিসার কৃষিবিদ এফ এম নূরমোহাম্মদ নব গঠিত কমিটির সদ্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় পূর্বতন কমিটির সদস্যগন উপস্থিত থেকে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। শপথ অনুষ্ঠানে বক্তারা সততা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য নব গঠিত কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।
উল্লেখ্য গত ২৭ অক্টোবর সংগঠনের ৯৬ জন জেলা সদস্য ভোটের মাধ্যমে ৩ বছর মেয়াদী কমিটি নির্বাচিত করে। কমিটির অন্যান্য সদ্যরা হলেন, সিনিয়র সন-সভাপতি কৃষিবিদ প্রদীপ কুমার সিকদার, যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ খন্দকার আমির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক কৃষিবিদ মো: আব্দুল ওয়াহাব, দপ্তর সম্পাদক কৃষিবিদ তন্ময় দেবনাথ, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ হাসান হাফিজুর রহমান, চাকুরী ও আইন বিষয়ক সম্পাদক কৃষিবিদ এম সাইফুল হক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীম আহমেদ, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো: বাকি বিল্লাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো: ফিরোজ হোসেন, মহিলা সম্পাদক কৃষিবিদ সুলতা দাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ মুনতাসীর মামুন এবং নির্বাহী সদস্য কৃষিবিদ আব্দুল কাদের।