
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) উপকারভোগী কার্ডধারীদের জন্য উন্নতমানের নন-বাসমতি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে গোসাইরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীমা দত্ত বরাদ্দকৃত এসব চাল ডিলারদের মাঝে বিতরণ করেন।
জানা গেছে, গোসাইরহাট উপজেলায় টিসিবির উপকারভোগীর সংখ্যা ১০ হাজার ৫০৬ জন। নয়টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রতিজন কার্ডধারী পাবেন ২ কেজি মশুরী ডাল ২ কেজি সয়াবিন তৈল ও ৫ কেজি করে উন্নতমানের নন বাসমতি চাল।
গোসাইরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) অসীমা দত্ত বলেন, সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে আমি বদ্ধপরিকর। গোসাইরহাটে খাদ্য গুদামে যখন যে চাল আসে তা আমি ডিলারদের মাঝে বিতরন করে থাকি। এবার গোসাইরহাট খাদ্যগুদামে থাইল্যান্ডের নন বাসমতি চাল এসেছে। সে চাল টিসিবি ডিলার, ওএমএস ডিলার ও খাদ্যবান্ধব ডিলারদের মাঝে বিতরন শুরু করেছি।
তিনি আরও জানান, এই চাল বাজারে প্রতি কেজি প্রায় ৯০ টাকার দরে বিক্রি হচ্ছে। যা টিসিবির উপকারভোগীরা প্রায় ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী গোসাইরহাটে এবার উন্নতমানের চাল টিসিবির উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। সবাই সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির বিক্রয়কেন্দ্র থেকে ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |