
রাজশাহীতে গণপূর্ত বিভাগের উপ সহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন এর উপর ঠিকাদার কর্তৃক হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় শরীয়তপুর গণপূর্ত বিভাগের কর্মকতা-কর্মচারীরা এ বিক্ষোভ সমাবেশ করেন। শরীয়তপুর গণপূর্ত কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবী করেন এবং কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।
শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কাওসার হোসেন বলেন, নিম্নমানের কাজ করায় এক ঠিকাদারের কাজ স্থগিত করে দেয়ায় রাজশাহীতে আমাদের সহকর্মী দেলোয়ার হোসেনকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা এই ঘটনার সঠিক বিচারের পাশাপাশি দেশের প্রতিটি কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা চাই।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক তিমির কুমার মন্ডল, সহকারি প্রকৌশলী মনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী আনিসুর রহমান, সহকারি প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী জিয়াউদ্দীন সহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ আগষ্ট রাজশাহী গণপূর্ত বিভাগের প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে উপ সহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারধর করে ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিক। এ সময় তারা অফিস কক্ষেও ভাংচুর চালান। এ ঘটনায় লিটন ও আতিককে আটক করে পুলিশ। লিটন রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কোটি টাকা ব্যয়ে ভূমি অফিসের নির্মাণ কাজ করছিলেন। কিন্তু ঢালাইয়ে নিম্নমানের খোয়া ব্যবহার সহ বিভিন্ন অনিয়ম থাকায় উপ সহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন কাজটি বন্ধ রাখতে বলেন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ঠিকাদার লিটন ও তার সহযোগী আতিক এ হামলা চালায়।