
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে ধান ক্রয় উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও নবগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান বিভূতী ভূষন বাড়ৈ প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সরকার নির্ধারিত ২৬ টাকা দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে এ উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে ২৮৫ মেট্রিক টন ধান এ বছর ক্রয় করা হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |