সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

কালকিনিতে সড়ক দূর্ঘটনায় চালকসহ নিহত-২, আহত-১৫

কালকিনিতে সড়ক দূর্ঘটনায় চালকসহ নিহত-২, আহত-১৫

মাদারীপুরের কালকিনিতে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে করে আহত হন কমপক্ষে ১৫জন যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ জুন বুধবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা সদরের হাজিরহাওলা গ্রামের হাকিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও ট্রাক চালক আবু বক্কর।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি যাত্রীবাহি পরিবহন উপজেলার ডাসার থানার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে পৌছলে উল্টোদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখো-মুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে করে ঘটনাস্থলে মাসুদ ও আবু বক্কর নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।


error: Content is protected !!