
কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অর্থদন্ড আরোপ করেন উপজেলা প্রশাসন। বিভিন্ন স্থানে বিকাল ৫ হতে রাত সাড়ে ৭ টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নির্দেশে প্রতিদিনের নেয় বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের (ভ্রাম্যমান আদালত) জরিমানা আরোপ করা হচ্ছে।
অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সময় পারস্পরিক দূরত্ব অন্যূন ৩ ফুট বজায় রাখতে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাস্ক পরিধানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। ভ্রাম্যমান আদালতের দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য।