
জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল ২১ ডিসেম্বর কলেজ অধ্যক্ষ ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে বলেন। তিনি বলেন প্রকৃত দেশ প্রেমিক হতে হলে জ্ঞান বিজ্ঞানে অবদান রাখতে হবে, তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো ভিশন) ২০৪১ পূরণে আমরা সফল হব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য বেগম শামসুন্নাহার রহমান ও হাজী নুরুল হক বেপারী।