
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত নির্বাহী কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা আইনজীবী সমিতি আয়োজনে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করান শরীয়তপুর জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির পি.পি ও সভাপতি মির্জা মো. হজরত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন সিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম বাবু রাড়ি, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুস সালাম খান, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম, জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা: মরিয়ম-মুন মুঞ্জুরী, শরীয়তপুরের পি.পি অ্যাডভোকেট মো. আলমগীর মুন্সী।
এর আগে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবু সাঈদ সভাপতি ও অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী সিনিয়র সহ-সাধারণ সম্পাদকসহ ২৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত হন।
এছাড়া জেলা আইনজীবী সমিতিতে নতুন ৩৪ জন আইনজীবীদের শপথ বাক্য পাঠ করান জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ।