সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শরীয়তপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সালাউদ্দিন গাজী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম মোনাই হাওলাদারকান্দি গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মো. সালাউদ্দিন গাজী (২২)।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, শুক্রবার দুপুরে ওই যুবক ও তার বন্ধুরা মিলে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম মোনাই হাওলাদারকান্দি পদ্মা নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ ঝড় হাওয়া সাথে বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলার ঘড়িসার আধুনিক হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


error: Content is protected !!