সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

ডামুড্যায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

ডামুড্যায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে ৯০ জন শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,উপজেলা পরিসংখ্যান অফিসার উপজেলা এসআই প্রজিদ কুমার দাস প্রমূখ।

পরিসংখ্যান অফিস সুত্রে জানা যায় – জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।


error: Content is protected !!