মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

করোনা ভাইরাস সংক্রমন দূরে রাখতে জাজিরা থানায় আপৎকালীন তাবু স্থাপন

করোনা ভাইরাস সংক্রমন দূরে রাখতে জাজিরা থানায় আপৎকালীন তাবু স্থাপন

করোনা পরিস্থিতি মোকাবিলায় নতুন নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। তারই অংশ হিসেবে শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান এর দিক নির্দেশনায় জাজিরা থানার পুলিশ সদস্যরা যাতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত না হন সে লক্ষ্যে ফোর্স ব্যবস্থাপনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে ১৯ এপ্রিল রবিবার জাজিরা থানার কম্পাউন্ডের ভিতরে বড় তাবু স্থাপন করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য কোনো পুলিশ সদস্য থানা ও ব্যারাকের বাইরে বের হওয়ার সময় আগে ওই তাবুতে যাবেন। সিভিল ড্রেস বদলে তাবুর ভেতরে পরতে হবে ডিউটি পোশাক। এরপর দায়িত্ব পালন শেষে যখন আবার ব্যারাক বা থানায় ফিরবেন তখনও সবার আগে ঢুকতে হবে তাবুর ভেতরে। বাইরে ব্যবহার করে আসা পোশাক বদলে তাবু থেকে সরাসরি চলে যেতে হবে গোসলের জায়গায়। যে পোশাক পরে দায়িত্ব পালন করা হয়েছে তা ধোয়ার আগে নিজ কক্ষে নেওয়া যাবে না। প্রতিটি সদস্য গোসল শেষে এরপর যেতে পারবেন থানা বা ব্যারাকে নিজ নিজ বসবাসের জায়গায়। এক সঙ্গে যাতে পুলিশের অনেক সদস্যের মধ্যে করোনার ভাইরাস সংক্রমিত না হয় সেই লক্ষ্যে এমন আয়োজন সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে থানার ভেতরে ও বাইরে অন্যান্য দায়িত্ব পালনের নির্দেশ ও বাইরে দায়িত্ব পালনের সময় পুলিশের গাড়িতে ফ্ল্যাক্স কিনে দেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, যাতে করে দায়িত্ব পালনকালে তারা কিছু সময় পরপর গাড়িতে বসেই চা ও গরম পানি খেতে পারেন। তাছাড়া দৈনন্দিন খাবার তালিকায় শাক ও ভিটামিন সি সমৃদ্ধি খাবারের ব্যবস্থা অব্যাহত আছে।


error: Content is protected !!