
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উপজেলার ঘড়িষার ইউনিয়নে সরকারি গাছ কেটে এস্কেভেটর দিয়ে গাছের গোড়া উপরে ফেলা হয়েছে।
বুধবার ১ জুলাই রেসমা বেগম, আয়শা বেগম ও সেতারা বেগম নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায় ঘড়িষার ইউনিয়নের পুর্ব নন্দনসার গ্রামে হাকিম হাওলাদার নামে এক ব্যাক্তি সরকারি গাছ কেটে ফেলেছে। ও পরে গাছের গোড়া ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়। যাতে গাছের কোন প্রমান না থাকে।
গাছ কাটার খবর পেয়ে গাছের রক্ষনাবেক্ষন কারীরা ঘটনা স্থলে আসলে তাদের বাধা উপেক্ষা করে গাছ কেটে ফেলা হয়। তারা আসংকা করছেন এরকম করে আরো গাছ কেটে নিতে পারে।
সরজমিনে গিয়ে দেখা যায় হামিদ হাওলাদার দারিয়া থেকে এস্কেভেটর দিয়ে গাছ কাটছে। তারকাছে জানতে চাইলে এ বিষয় কিছু বলতে রাজি হমনি। তবে এস্কেভেটর এর মালিক দুলাল বলেন সরকারি গাছ কাটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা তো লেবার আমাদের আর কি করার।
এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রব খানের সাথে কথা হলে তিনি বলেন, আমি চৌকিদার পাঠিয়ে সরকারি গাছ আটক করেছি।
উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দিন খান বলেন, গাছ আমরা লাগালেও গাছের মালিক আমরা না। তারপরও আমরা দেখছি কি করা যায়।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় কে মুঠু ফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।