শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

সাতক্ষীরায় বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

সাতক্ষীরায় বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

এবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা চলানো হয়েছে। শনিবার সকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাতক্ষীরা বাস টার্মিনালের শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী ও মাদক সেবনকারি তাকে শারীরিক ভাবে লাঞ্ছিক করে তার ভিডিও ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে দেয়। এ সময় তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়াসহ তাঁকে জীবননাশের হুমকি প্রদান করেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি। শনিবার রাত ১০টায় এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পা্ইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে।

বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের মহোৎসব চলছে। সরকারকে বেকায়দায় ফেলতে সরকার বিরোধী একটি চক্র সাংবাদিক নির্যাতনের নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে। চক্রটি মনে করে দেশের সাংবাদিকরা সরকার বিরোধী অবস্থানে থাকলে তবেই যা কিছু করা সম্ভব। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনি মানবতায় বিশ্বাসি। তাই বিশ্ব মানবতায় আপনাকে সম্মাণনা প্রদান করেছেন। কিন্তু দেশের মাটিতে আপনার পুলিশ এবং দলীয় ক্যাডাররা কি কারনে একেরপর এক সাংবাদিক নির্যাতনে মরিয়া হয়ে উঠেছে। ওই দূর্বৃত্তদের এখনি থামান। নয়তো সরকারের কিন্তু শেষরক্ষা হবেনা। হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের সাথে দোষী পুলিশ ও সন্ত্রাসিদের গ্রেফতার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমান করুন আপনারা মিডিয়াবান্ধব সরকার। নয়তো দেশের সাংবাদিকরা একদিন ফুঁসে ওঠবে। সেদিন বেশি দূরে নয়।


error: Content is protected !!