Friday 19th April 2024
Friday 19th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

গোসাইরহাটে তথ্য আপা উঠান বৈঠক

গোসাইরহাটে তথ্য আপা উঠান বৈঠক

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নে ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে বুধবার (১১ ডিসেম্বর) তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইদিলপুর ইউনিয়ন আলী আহম্মদ ফরজীর বাড়ী উঠানে অনুষ্ঠিত বৈঠকে দুই শতাধিক নারী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আ. কুদ্দুছ হাওলাদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, উপজেলা মহিলা বিষয়ক হিসাব রক্ষক আসাদুজ্জামান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রূপালী খাতুন, সহকারী তথ্য সেবা কর্মকর্তা নাজনীন নাহার বক্তব্য রাখেন। এ সময় গোসাইরহাট উপজেলা তথ্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীসহ নারী সংগঠনের মহিলাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, কৃষি, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা ও ডিজিটাল সেবাসমূহের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উঠান বৈঠক শেষে ভিডিও প্রদর্শনের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়।