Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে আলাওলপুর আশ্রয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক

গোসাইরহাটে আলাওলপুর আশ্রয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক
গোসাইরহাটে আলাওলপুর আশ্রয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক

শরীয়তপুরের গোসাইরহাটে আলাওলপুর ইউনিয়নে চরজালালপুর আশ্রয়ন প্রকল্প-২ এর কাজের অগ্রগতির পরিদর্শন করলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

বৃহসপতিবার ২ সেপ্টেম্বও দুপুর সাড়ে বারেটার দিকে প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি নির্মান ম্রমিকদের সাথে কথা বলেন। ১১৬ শতাংশ জায়গার উপর নির্মিত মুজিব বর্ষের উপহার এই আশ্রয়ন প্রকল্প-২। একলক্ষ নব্বই হাজার টাকা ব্যয়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট ঘর, একটি বারান্দা ও একটি শৌচাগারে এই প্রকল্পে ৫৮টি পরিবার বসবাস করবে। ইতোমধ্যে প্রকল্পে গভীর নলকূপসহ বিদ্যুত সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। মিটারসহ অন্যান্য কাজগুলো চলছে।

গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-১ ও এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুাসাইন, সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, সহকারি কমিশনার রাফিয়াত সাত্তার, আলাওলপুর ইউপি চেয়ারম্যান মো. উসমান গনি প্রমুখ।