শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

জাজিরায় নৌকার পক্ষে ফাহাদ হোসেন তপুর গণসংযোগ

জাজিরায় নৌকার পক্ষে ফাহাদ হোসেন তপুর গণসংযোগ

শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপুর ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ফাহাদ হোসেন তপু জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।
শুক্রবার (২১ ডিসেম্বর) সারাদিন জাজিরা ইউনিয়নের হাওলাদার কান্দী, দূর্বাডাঙ্গা, ডাংগর বেপারী কান্দী সহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ফাহাদ হোসেন তপু মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মা বোনদের কাছে নৌকা মার্কা ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর সাবেক ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ বর্ষণ, রাসেল খান, মো. রাকিব বেপারী, শ্রমিক নেতা মকবুল হোসেন সরদার প্রমূখ।
এছাড়া এলাকার শতাধিক কিশোর যুবক তপুর সাথে নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন। এ সময় এলাকাবাসীর মধ্যে নৌকার পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


error: Content is protected !!