সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

নড়িয়ায় জাটকা সহ ৩১ জেলে আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নড়িয়ায় জাটকা সহ ৩১ জেলে আটক, বিভিন্ন মেয়াদে সাজা

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী অভয় আশ্রম থেকে জাটকা শিকারের অপরাধে ৩১ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১২০ কেজি জাটকা ইলিশ, ২লাখ মিটার কারেন্ট জাল ও ৮টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মু. রাসেদুজ্জামান এর নেতৃত্বে পদ্মা নদীর নড়িয়া অংশে যৌথ অভিযান চালায় উপজেলা মৎস অফিস ও নড়িয়া থানা পুলিশ। এসময় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট হতে ১২০ কেজি জাটকা ইলিশ, ২লাখ মিটার কারেন্ট জাল ও ৮টি মাছ ধরার ট্রলার সহ ৩১ জেলেকে আটক করা হয়।
পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সেই সাথে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়, মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় বিতরণ এবং মাছ ধরার ট্রলারগুলো নিলামে বিক্রি করা হয়।


error: Content is protected !!