Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে গ্রেফতার

শরীয়তপুর শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে গ্রেফতার
শরীয়তপুর শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে গ্রেফতার

শরীয়তপুর নড়িয়া উপজেলা ফতেহজঙ্গপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের চেষ্টা করেন নিরব ( ৫০)। ধর্ষণের চেষ্টায় নড়িয়া থানায় মিমাংশার চেষ্টা চালাচ্ছেন ওয়ার্ড মেম্বার নজরুল সহ অনেকেই। ভুক্তভোগী বলেন, আমরা মামলার জন্য এসেছি এলাকার লোকজন মিমাংসা চেষ্টা করছেন। মেয়েটির মা রেহানা বেগম বাদি হয়ে মামলা করেন।

৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১২ টায় এমনি একটি পোস্ট শরীয়তপুর পুলিশ মিডিয়া সেল এর ম্যাসেঞ্জার গ্রুপে দেন। এতে করে কতৃপক্ষের নজরে আসে। কিছুক্ষণ পরেই নড়িয়া মডেল থানার ওসি হাফিজুর রহমান পিপিএম তিনি ম্যাসেঞ্জারে লিখে পাঠান,ঘটনাটা আসলে ধর্ষণের চেষ্টা নয়। ঘটনাটি দোকানে জিনিসপত্র নিতে গেলে বয়স্ক নিরব খারাপ অঙ্গভঙ্গি সহ শ্লীলতা হানির চেষ্টা করেছে।

কোন ঘটনাই আইনের বাইরে কোন কিছু করার সুযোগ নাই। সেটা স্থানীয় মেম্বার চেয়ারম্যানরা যাই চাক না কেন। আমরা আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছি।