Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে ১ম স্থান অধিকার

তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহে ১ম স্থান অধিকার

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর প্রতিযোগীতায় শরীয়তপুর সদর উপজেলার ইবনে তাসলিমা নাসির স্কুল এন্ড কলেজ বিভিন্ন বিভাগে ১ম স্থান অধিকার করেছে। ১ম স্থান অধিকারী প্রতিযোগীরা হলেন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় জান্নাতুল ইসরাত (১০ম শ্রেনি, খ গ্রুপ), রচনা প্রতিযোগিতায় মারিয়া আক্তার মায়া (৮ম শ্রেনি, ক গ্রুপ), তাৎক্ষনিক অভিনয়ে পূজা বিশ্বাস (১০ম শ্রেনি, খ গ্রুপ), বিতর্ক প্রতিযোগিতায় ইসরাত জাহান ইভা (৮ম শ্রেনি, ক গ্রুপ), লোক নৃত্য প্রতিযোগীতায় বুশরা (৬ষ্ঠ শ্রেনি, ক গ্রুপ)।