Monday 12th May 2025
Monday 12th May 2025

উপমন্ত্রী এনামুল হক শামীমের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি

উপমন্ত্রী এনামুল হক শামীমের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি আজ (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) ২ দিনের সরকারি সফরে শরীয়তপুরে আসবেন।
উপ-মন্ত্রী আজ (২৭ সেপ্টেম্বর, শুক্রবার) সকাল ৭ টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবন থেকে সড়ক পথে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সকাল ৮ টা ৩০ মিনিটে ফেরী যোগে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯ টা ৩০ মিনিটে কাঠালবাড়ি ঘাট হয়ে সখিপুরের উদ্দেশ্যে রওনা করবেন। বেলা ১১ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ী) উপস্থিত হবেন। পরে বিকাল ৩ টায় কালিখোলা ইউনিয়ন পরিষদের মাঠে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করবেন। সবশেষে সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ী) অবস্থান করে রাত্রি যাপন করবেন। পরবর্তী দিন (২৮ সেপ্টেম্বর, শনিবার) বেলা ১১ টায় মুলফৎগঞ্জ নদীর তীরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন ও নড়িয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য শোকরানা মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহন এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পূজা উদযাপন কমিটির সাথে সাক্ষাত শেষে বিকাল ৩ টায় ঘড়িাসার ইউনিয়ন পরিষদের মাঠে নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন শেষে সন্ধ্যা ৭ টায় সড়ক পথে কাঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮ টা ৩০ মিনিটে ফেরী যোগে কাঠালবাড়ি ঘাটে উপস্থিত হয়ে মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ৯ টা ৩০ মিনিটে মাওয়া ঘাটে উপস্থিত হয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। সবশেষে উপ-মন্ত্রী রাত ১১ টায় বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।
ইহা সরকারি সফর হওয়ায় এ সময় উপ-মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ তার সফরসঙ্গী হবেন।