Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীদের খোঁজখবর নিলেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর সদর হাসপাতালে রোগীদের খোঁজখবর নিলেন ইকবাল হোসেন অপু এমপি

হঠাৎ করে শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে তিনি হঠাৎ করেই সদর হাসপাতার পরিদর্শনে যান। প্রথমে তিনি জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ডা. শেখ মোস্তফা খোকনের সাথে দেখা করেন। পরে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের কাছে জানতে চান তারা সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে গিয়ে অন্ধকার দেখতে পেয়ে রোগীদের জিজ্ঞাসা করেন এখানের বাতি বন্ধ কেন। তখন রোগীরা জানান, এই ওয়ার্ডের বাতি নষ্ট, জ¦লে না। এ সময় সাংসদ হাসপাতালের প্রধান অফিস সহকারী বজলুর রশিদের কাছে জানতে চান বাতি নষ্ট কেন, বাতি লাগানো হয়নি কেন? তিনি দ্রুত বাতি লাগানোর নির্দেশ দেন। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে সাংসদ ইকবাল হোসেন অপু ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন। সবশেষে জরুরী বিভাগে গিয়ে নোংরা পরিবেশ দেখে ক্ষুদ্ধ হন সাংসদ ইকবাল হোসেন অপু। এ সময় তিনি দায়িত্বরতদের কাছে জানতে চান জরুরী বিভাগ নোংরা কেন? জবাবে দায়িত্বরত স্টাফ শিহাব উদ্দিন বলেন, জনবল সংকটের কারণে তারা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছেন না। তখন সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, সদইচ্ছা থাকলে জনবল সংকটের মধ্যেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। নোংরা পরিবেশে থাকতে আপনাদেরও তো খারাপ লাগার কথা।
জানা গেছে, সাংসদ ইকবাল হোসেন অপু হঠাৎ করে মাঝে-মধ্যেই হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন এবং হাসপাতালের পরিবেশ সুন্দর রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তাগিদ দিয়ে থাকেন।