
জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় অভিযান জোরদার ও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। রোববার (২০ অক্টোবর) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সংশ্লিষ্টদের প্রতি তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ‘প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা নিষেধ করেছে সরকার। কিন্তু দেখা যাচ্ছে ইলিশ ধরা থেমে নেই। যে কোন মূল্যে আমাদের জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষা করতে হবে। এই মা ইলিশ রক্ষা করতে না পারলে দেশের জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই মা ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সকলের অভিযান জোরদার ও কঠোর ভূমিকা পালন করতে হবে। জলে স্থলে হাটে বাজারে সব খানে সমান ভাবে অভিযান চালাতে হবে।’
এছাড়া অভিযান চলাকালে যার কাছেই ইলিশ পাওয়া যাবে তাকেই কমপক্ষে এক বছরের জেল দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজুলর রহমান ঢালী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায়, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিন, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |